ফার কেমিক্যালের আইপিও আবেদন শুরু ১০ মার্চ

  • mukto rani
  • February 12, 2014
  • Comments Off on ফার কেমিক্যালের আইপিও আবেদন শুরু ১০ মার্চ
Far Chemical ipo lottery

Farr_Chemicalপ্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিওর আবেদনপত্র গ্রহণ শুরু হবে ১০ মার্চ। আবেদনের সময় শেষ হবে ১৬ মার্চ। তবে  প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ২৫ মার্চ পর্যন্ত। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএইসি) ৫০৬ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি’র তথ্য অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে এই শেয়ারের। ১ কোটি ২০ লাখ শেয়ার বাজারে ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি মূলধন বৃদ্ধি এবং উৎপাদনের পরিমাণ বাড়ানোর কাজে ব্যয় করা হবে।

৩১ মার্চ ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে পাঁচ টাকা এক পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ বা এনএভি ১৫ টাকা ৫৫ পয়সা।

এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড।

কুমিল্লা ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) অবস্থিত এ কোম্পানি বস্ত্রখাতের জন্য প্রয়োজনীয় নানা রাসায়নিক উৎপাদন করে।

জিইউ/এসএ/এমআরবি/