ঘুরে দাড়ালো পুঁজিবাজার

DSE-UP

ডিএসই সূচক ঊর্ধ্বমুখীটানা তিন দিন দর পতনের পর বুধবার ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার। এই দিন লেনদেন শুরু হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে। বেলা বারোটায় ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট। আর সিএসই সার্বিক সূচক বেড়েছে ১০০ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ঢাকা স্টক  এক্সচেঞ্জে (ডিএসই) এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৯৩ কোটি টাকার। ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৪ হাজার ৮০০ পয়েন্টে। ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৬৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

এমআরবি/