সাগর-রুনি হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহের সাংবাদিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাছরাঙা টেলিভিশন আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। এ সময় এক মিনিট নীরবতা ও সাগর-রুনির আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মানববন্ধন চলাকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুল মাবুদ, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার ও সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর দুই বছর ধরে প্রশাসন ও সরকারের পক্ষে নানা আশার কথা শোনা গেছে। কিন্তু আজও বিষয়টি অন্ধকারে রয়েছে। এটি পুরো জাতির জন্য দুঃখজনক।অনতিবিলম্বে তারা সরকার ও তথ্য মন্ত্রণালয়ের কাছে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। অন্যথায় সারা দেশের সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
কেএফ