চুরি করতে গিয়ে ঘুম অত:পর কারাগারে

theaf

theafচোরেরা সাধারণত চুরি করার পর মালপত্র নিয়ে পালিয়ে যায় এটা সবারই জানা। তবে এবার একটু ব্যতিক্রম ঘটেছে যুক্তরাজ্যের সিঁধেল চোর ফ্রাঙ্কি ফ্লানিগানের বেলায়। সে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ে অত:পর বাড়ির মালিক তাকে কারাগারে পাঠায় ।খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়, জানালা কেটে ঘুরে ঢুকে মালপত্র ব্যাগে ভর্তি করে   ফ্লানিগান। এরপর না পালিয়ে  বাড়ির মালিকের খাটেই ঘুমিয়ে পড়ে সে। কিন্তু এসময় বাড়ির মালিক ক্রুক বাড়ি ছিলেন না। বাড়ি ঢুকেই তিনি  কাচের গ্লাসসহ অন্যন্য তৈজসপত্র ভাঙ্গা অবস্থায় দেখতে পান।

পাশে বিছানায় তাকিয়ে দেখেন চোরটি ব্যাগ রেখেই শুয়ে আছে। এরপর তিনি চোরকে না জাগিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে হাতে -নাতে ধরে নিয়ে যায়। পরে চুরির অপরাধে দেড় বছরের কারাদণ্ড দেয়  যুক্তরাজ্যের ক্রাউন আদালত।

ক্রুক জানান, চোরটি একটি টিভি, একটি ল্যাপটপ ও এক্সবক্স ব্যাগে ঢুকিয়েছিল।

এস রহমান/