দিনের শুরু ঊর্ধ্বমুখী ধারা দিয়ে

DSE-CSEসোমবার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরু হওয়ার আধা ঘণ্টা শেষে দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরণের মূল্যসূচক বেড়েছে। ডিএসইএক্স সূচক বেড়েছে ২১ পয়েন্ট। আর সিএসই সার্বিক সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ডিএসইতে এই সময়ে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৯৮ লাখ টাকা। ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৪ হাজার ৮৪৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থার করছে ১৪ হাজার ৯৮৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২টির কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

এমআরবি/