চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ আটক ১

chittagong

chittagongচট্টগ্রাম নগরীর কোতয়ালী থানা এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় নূরুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ। সোমবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে  ইয়াবাসহ তাকে আটক করেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার। আটক নূরুল ইসলামের বাড়ি কক্সবাজার বলে জানা গেছে।

জানা যায়, লালদিঘী অভিমুখী ট্রাকটিতে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ট্রাকের মিটার বক্সের ভিতরে এসব ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব ইয়াবা পলিব্যাগে মোড়ানো ছিল বলে জানা গেছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার  জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।

এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামালা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সাকি/