
সৌদি আরবের একটি হোটেলে অগ্নিকান্ডে ১৫ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ১৩০ জনের মতো। ধারণা করা হচ্ছে তারা সবাই বিদেশী নাগরিক। খবর আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি প্রবাসীদের আবাসন হিসেবে পরিচিত মদিনার ওই হোটেলটিতে শনিবার অগ্নিকান্ড ঘটে। এতে ১৫ জন নিহতসহ ১৩০ জন বিদেশি আহত হন। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা জানিয়েছে, ওই হোটেলটিতে প্রায় ৭০০ জন প্রবাসী অবস্থান করছিল।
তবে এখনও অগ্নিকান্ডের কোনো কারণ জানা যায়নি বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
এস রহমান/