
হিলিতে নাজির উদ্দিন স্যার স্মৃতি সংসদের উদ্দ্যোগে শনিবার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মরহুম স্যার নাজির উদ্দিনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
হিলি হাকিমপুর উপজেলা অডিটরিয়ামে আবু রায়হান মণ্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যারের প্রাক্তন ছাত্র কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম আবু হুরায়রা বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম। এছাড়া ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হারুন উর রশিদ হারুনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৩ সালের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৭ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
কেএফ