
মেলায় দর্শনার্থীদের সেবা দেওয়ার জন্য তথ্যসেবা কেন্দ্র থাকলেও শিশুপ্রহরকালে তাদের দেখা যায়নি। মেলায় দুপুর দু’টার দিকে অনেকেই বিভিন্ন তথ্যের জন্য গেলেও তথ্য কেন্দ্রের কোনো কর্মীকে পাওয়া যায়নি। তারা অনেকেই ক্ষুব্ধ হয়ে বলেছে শিশুপ্রহর দিয়েছে কিন্তু তথ্যসেবা নাই এটা কেমন কথা।
এ ব্যাপারে বিকেল ৩টার সময় তথ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করলে তারা বলেন, আমাদের নীতিমালা হলো ৩টা থেকে মেলা রাত সাড়ে ৮টা পর্যন্ত আর আমরা সে অনুযায়ীই কাজ করি।
তথ্যকেন্দ্র থেকে আরও জানানো হয়, আমরা আজ সকালে ১০টার দিকেও বসেছিলাম।
মেলায় আশা সাজিদ হক বলেন, আজ মেলায় শিশুপ্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমি কিন্তু তাদের এরকম সেবা আমরা আশা করিনি। তথ্য কেন্দ্রে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী এই দুই জায়গায় ২টার দিকে কাউকে পাইনি।
তিনি আরও বলেন, বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে গিয়ে পেলাম একজন গার্ড যে তথ্য কেন্দ্রের পাশের বাংলা একাডেমির দরজার পাশে বসে পাহারা দিচ্ছে। তার কাছে তথ্যকেন্দ্রের লোক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা লাঞ্চে গেছে। কিন্তু লাঞ্চে গেলে কি সবাই একত্রে যাবে কেউ থাকবে না?
এসএস