সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম

Meghna Petrolium

Meghna Petroliumঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম। জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিটি ৪ দশমিক ৫০ শতাংশ লেনদেন বেড়ে শীর্ষ স্থানে উঠে আসে।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৭ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকার। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার দর ছিল ২৭৮ টাকা ৩০ পয়সা।

ডিসেম্বরে আর্থিক বছর শেষ হওয়া কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে।কোম্পানিটি মুনাফা করেছে ১০৯ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস করেছে ১৩ টাকা ৪১ পয়সা।

২০০৭ সালে পুঁজিবাজারের তারিকাভুক্ত হওয়া কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৯ কোটি 8৩ লাখ ৮ হাজার ২৮০ টি।এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৫৮ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৩ দশমিক ৯৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৭ দশমিক ৩৬ শতাংশ শেয়ার।