
রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার দিঘলকান্দি এলাকার আম বাগান থেকে পুঠিয়া থানা পুলিশের একটি দল ওই লাশ উদ্ধার করে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবাইদা খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৫-১৬ বছরের কিশোরটিকে হাত-পা ও মুখ বেধে জবাই করে হত্যার পরে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এখনো নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।