শাবির সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Shabiশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান একাডেমিক কাউন্সিলের সদস্য ড. হুসেইন আল মামুন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতিতে দেশে প্রথম সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।তারা একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

এরপরে সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন।