
সাইদুল রহমান শহীদ উরফে শহীদ কমিশনারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মহানগর হাকিম এম এ সালাম শুনানি শেষে এ আদেশ দেন। রাজধানীর সূত্রাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।
অস্ত্র মামলায় গেন্ডারিয়া থানার এস আই আতিকুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে গেন্ডারিয়া এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করে শহীদ কমিশনারকে। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৬২ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
সাইদুল রহমান উরফে শহীদ কমিশনারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
কেএফ