ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে একশ সেলাই মেশিন বিতরণ

  • Emad Buppy
  • February 5, 2014
  • Comments Off on ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে একশ সেলাই মেশিন বিতরণ
jinaidah

jinaidahঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১’শ সেলাই মেশিন প্রদান করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম মৈনুর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, এসএম কামাল ও সিদ্দিক আহম্মেদ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ৮ লাখ টাকা অর্থায়নে এই ১’শ সেলাই মেশিন প্রদান করা হয়।