
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০১৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৯টি ইভেন্টে ছেলে ও মেয়েদের আলাদাভাবে ১৭ পর্বে খেলা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশেনের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বেলুন ও পাঁয়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।