
প্রথম ঘণ্টায় বাংলাদেশের পরিবর্তিত বোলিং অ্যাটাক ভালোই সামলেছিলেন শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে বোলিং ও পিচ বুঝে নিয়ে হাত খুলে খেলা শুরু করতেই উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন অফ স্পিনার সোহাগ গাজী। মিরপুর টেস্টে সেঞ্চুরি করা কৌশল সিলভাকে (১১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সোহাগ।
তখন ১ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৯ রান। এরপর দলীয় রান ৪৯ এর মাথায় দিমুথ করুনারক্নে প্যাভিলনে ফেরত পাঠান আল-আমিন হুসাইন। দলীয় রান এখন ২৮ অভার ৪ বলে ২ উইকেটে ৭০। ক্রিজে এসেছেন কুমার সাঙ্গাকারা। তার সংগ্রহ ৪৪ বলে ১৫। অন্যদিকে দ্বিতীয় উইকেট পড়ার পর ক্রিজে এসেছেন মাহেল জয়াবর্ধনে। তার সংগ্রহ ২৪ বলে ১০ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা। ভীষণ সতর্ক ছিলেন দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভা। প্রথম ৯ ওভারে মাত্র ৯ রান তোলে শ্রীলঙ্কা। প্রথম ঘণ্টায় ১৫ ওভারে আসে ৩০ রান। পানি পানের বিরতির পর সোহাগের প্রথম ৫ বলে ৯ রান করা পর শেষ বলে উইকেট হারায় অতিথিরা। এর পর দিমুথ করুনারক্নের দ্বিতীয় উইকেটটি মাহমুদুল্লাহর ক্যাচে হাতিয়ে নেন আল-আমিন হুসাইন। শ্রীলংকার দলীয় সংগ্রহ এখন ২ উইকেটে ৭০ রান।
এস রহমান/