রাইটের অনুমোদন পেল জেনারেশন নেক্সট

Generation_Next

Generation_Nextপুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি জেনারেশন নেক্সট রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) এ অনুমোদন দিয়েছে।

কোম্পানিটি বিদ্যমান প্রতি তিনটি শেয়ারের বিপরীতে দুইটি রাইট শেয়ার দিবে। রাইট শেয়ারে কোনো প্রিমিয়াম নেই। অভিহিত মূল্যে (ফেস ভ্যালু) এ শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ ফেসভ্যালু ১০ টাকা দরেই শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।

রাইট প্রস্তাবে কোম্পানিটি ১১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৪০০টি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে ১১২ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকার মূলধন সংগ্রহ করা হবে।