
ফরিদপুরে শীতার্ত এতিম শিশু-কিশোর শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা উপজেলার ইউসুফেরবাগ গোরস্তান মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ করা হয়।
১৭টি প্রতিষ্ঠানের দেড় সহস্রাধিক এতিম শিশু কিশোরদের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের অন্যতম পরিচালক ও সাবেক আ.লীগ সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত একমাস জুড়ে প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় কারণে বিপর্যস্ত ফরিদপুর জেলাবাসীর জনজীবন। ছিন্নমূল মানুষের পাশাপাশি প্রচণ্ড শীতে দুর্ভোগ পোহাচ্ছে জেলার এতিম শিশু-কিশোর শিক্ষার্থীরাও। পিতৃ-মাতৃহীন এ সকল শিশুদের প্রতি তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।
কেএফ