

“এন্ট্রপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন এক্সপো” উদ্যোক্তাদের জন্য ডিসিসিআই’র প্রশিক্ষণ কোর্স চালু
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর “এন্ট্রপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন এক্সপো” উদ্যোক্তাদের জন্য ডিসিসিআই’র প্রশিক্ষণ কোর্স চালু করবে।
২ মার্চ, ২০১৪ তারিখ থেকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ২০০০ নতুন উদ্যোক্তা তৈরীর প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে ডিসিসিআই, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রশিক্ষণ ইন্সটিটিউট (স্কিটি) যৌথভাবে “ব্যবসায়িক প্রকল্পের প্রস্তুতি” শীর্ষক একটি ট্রেনিং ওয়ার্কশপ ঢাকা চেম্বারে অডিটোরিয়ামে আয়োজন করতে যাচ্ছে।
ডিসিসিআই-এর ২০০০ নতুন উদ্যোক্তা তৈরীর কর্মসূচীতে ইতোমধ্যে অংশ নেওয়া উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তাদের ফরম পূরণ করে আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখের মধ্যে ডিসিসিআইতে জমাদানের জন্য আহবান করেছে।
উক্ত প্রশিক্ষণ কোর্সে ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্ব, বাজার ব্যবস্থাপনা, পণ্য ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা এবং বাণিজ্যিক প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি ও সমাধান, ব্যবসায়িক প্রকল্পের জন্য ব্যাংক/অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে আর্থিক সহায়তা পাওয়ার লক্ষ্যে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
সাকি/