সীতাকুণ্ডে জামায়াত শিবিরের ১৫ নেতাকর্মী আটক

  • Emad Buppy
  • February 3, 2014
  • Comments Off on সীতাকুণ্ডে জামায়াত শিবিরের ১৫ নেতাকর্মী আটক
atok---

atok---সীতাকুণ্ডে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সীতাকুণ্ডের বিভিন্নস্থানে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার হিংগুড়িপাড়ার জাহিদুল ইসলাম (৩৫), বাহার উদ্দীন (২৫), ফটিকছড়ির শাহনগর এলাকার হাফেজ আব্দুল্লাহ (৩৩), কোটপাড়ার ইমাম হোসেন (৩০), মো.কাজী আব্দুল হালিম (৩৫), কুমিড়া কাজীপাড়ার মাইনুল ইসলাম(৪৩), ফেদাইনগরের দেলোয়ার হোসেন (২৬), হাসনাবাদের মো. রফিক (৫০), হারুনুর রশিদ (২৩), এরশাদ (২৮), নাছির (৪৭), মো. খোরশেদ (২৩), তাজুল ইসলাম (২৫) ও শাকিল হোসেন (২৪)।

এছাড়া আটককৃতদের মধ্যে উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদকও রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কেএফ