
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি আরও বলেন, শিক্ষাঙ্গণে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে দেওয়া যাবে না। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ছাত্রদের হাতে অস্ত্র কেন থাকবে? শিক্ষার্থীদের হাতে থাকবে কলম। যেসব ছাত্রের হাতে অস্ত্র থাকে তারা ছাত্র নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এই আন্দোলনে কার ভূমিকা কি ছিল তাও খাতিয়ে দেখা হচ্ছে। ছাত্রদের ওপর হামলাকারীরা অস্ত্র কোথা থেকে পেল তাও তদন্ত করা হচ্ছে। হামলাকারীরা যদি ছাত্রলীগ হয় তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএফ