
গত কয়েক বছরে ‘বিগ বস’ উপস্থাপনা করে গেছেন দাবাং, বডিগার্ড তারকা সালমান খান। সবশেষ তিনি উপস্থাপনা করেছেন ‘বিগ বস-৭’। তবে সালমান ভক্তদের জন্য এবার একটু নিরাশার কথা শোনালেন ‘রাম-লীলা’ খ্যাত রনবীর সিং। সম্প্রতি ‘বিগ বস-৮’ উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন তিনি। খবর আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়, নানা কারণেই রনবীর এখন ফুরফুরে মেজাজে আছেন। গেল বছরের সাফল্য, মুক্তি প্রতিক্ষীত ‘গুন্ডে’ ও হাতে থাকা ছবির কাজ মিলিয়ে রনবীরের বৃহস্পতি এখন তুঙ্গে।
‘বিগ বস’ সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সালমান খান ও রনবীর কাপুর দুজনের মধ্যেই একটা ‘ক্যাসিনোভা ইমেজ’ আছে। মূলত এটাকে কাজে লাগিয়েই সালমানের জায়গাটি দখল করতে যাচ্ছেন রনবীর।
তিনি বলেন, বিগ বসের নতুন সেশনে দর্শক আরও বেশি মনোযোগী হয়ে উঠবে এ আয়োজনটি ঘিরে।
এস রহমান/