
জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরশের চেয়ারম্যান এবং এক বোর্ড সদস্যের বিরুদ্ধে ১৮০ কোটি ইউরোর ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। ভুল তথ্য দিয়ে বাজার প্রভাবিত করার অভিযোগে সাত বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। খবর ফিন্যান্সসিয়াল টাইমসের।
জার্মানির ফ্রাঙ্কফুটের একটি আদালতে দায়েরকৃত অভিযোগে বলা হয়, পোরশের চেয়ারম্যান ওলফগ্যাঙ পোরশে এবং পরিচালনা পর্ষদ সদস্য ফার্ডিনান্ড পিয়েস ভক্সওয়াগন কিনে নেওয়া সম্পর্কে বিনিয়োগকারীদের ভুল তথ্য সংগ্রহ করেছেন।
২০১২ সালেও নিউ ইয়র্কের একটি আদালত তাদের বিরুদ্ধে একই ধরনের মামলা দায়ের করা হয়েছিল। কিন্ত অভিযোগের শুনানি শেষে মার্কিন আদালত পোরশের পক্ষেই রায় দান করেছিল।
নতুন অভিযোগ সম্পর্কে এক বিবৃতিতে পোরশে জানায়, এই মামলার সাথে পূর্বের মামলার তেমন কোন পার্থক্য নেই। তবে পোরশে কর্তৃপক্ষ এই অভিযোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, ২০০৮ সালে ভক্সওয়াগন কিনে চেষ্টা করেছিল পোরশে। কিন্তু পর্যাপ্ত অর্থের অভাবে পরবর্তীতে সেই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।