ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ

brahmonbaria

brahmonbariaকেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও  দেশব্যাপী গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে রবিবার  বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয়  প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  হয়।

জেলা যুবদলের আহবায়ক মো. মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লা কচি, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মাইনুল হোসেন চপল।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও  দেশব্যাপী গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

সাকি/