
শনিবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১০০ পিস ইয়াবা, ৪টি ককটেল ও ১০ লিটার চোলাই মদসহ তিন যুবককে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাদেবপুর সার্কেলের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, উপজেলার রাণীপুকুর নামকস্থানে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহীর গোদগাড়ি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে আবু হানিফ (২০)। নওগাঁ সদর উপজেলার মৃত ছহির উদ্দিনের ছেলে রহিদুল ইসলাম (২৪)। নওগাঁ উপজেলার নিন্দইন গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শফিকুল ইসলাম। আটকের পর রাতে তাদেরকে মহাদেবপুর থানায় সোপর্দ করা হয়।
মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছ। রোববার সকালে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেওয়া হয়েছে।