
আগামি ৯ ফেব্রুয়ারী সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।
রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
শাহনেওয়াজ বলেন,“জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য শপথ গ্রহণের পর বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে নির্বাচিতদের ২১ দিন সময় দেওয়া হয়। এ সময়ের মধ্যে তারা কোনো জোটে যাবেন কি না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি সে সময় শেষ হবে। তারপরই আমরা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব”
মার্চের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় ধাপ ও তৃতীয় সপ্তাহে শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, উপজেলা নির্বাচন সময় এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কয়েকধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মার্চের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় ধাপ এবং শেষ সপ্তাহে চতুর্থধাপে ভোটগ্রহণ করা হবে।
আগামি ১৯ ও ২৭ ফেব্রুয়ারীতে প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১০২টি উপজেলাও দ্বিতীয় দফায় নির্বাচনে ১১৭ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।