
আবারও ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এতে বেড়েছে শীতজনিত রোগ। গত ৪৮ ঘণ্টায় এ রোগে হাসপাতালে ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশুরা ভুগছে ডায়ারিয়, নিউমোনিয়া, ব্রংকাইটিসসহ নানা রোগে। দু’দিনে সদর হাসপাতালে দুই শতাধিক শিশু ভর্তি হয়েছে। গত ৪৮ ঘন্টায় মারা গেছে ৪ শিশু ও ৩ বৃদ্ধ। মৃত শিশুরা ৫ থেকে ৬ মাস বয়সী।
১৮ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে আসন ক্ষমতার ৪ গুণ শিশু ভর্তি হওয়ার ফলে একটি বেডেই থাকতে হচ্ছে ২-৩ জন শিশুকে। অনেক শিশুর জায়গা হয়েছে হাসপাতালের বারান্দা অথবা মেঝেতে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার জানান, বেডের সংখ্যা অনুপাত হারে রোগীর সংখ্যা অনেক বেশি। মুমূর্ষু অবস্থায় শিশুদের হাসপাতালে নিয়ে আসাতে তাদের বাঁচানো যাচ্ছে না।
সাকি/