
আগামি ৩ ফেব্রুয়ারি সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলাম। দলটির আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক অস্ত্রমামলায় ফাসির রায়ের প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতালের ডাক দেয়।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন “সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে”।
গত বুধবার ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমির নিজামী ও বাবরসহ ১৪ জনের ফাঁসির আদেশ দেয় চট্টগ্রামের একটি আদালত।