রাবিতে ভিসির বাসভবনের সামনে থেকে হাতবোমা উদ্ধার

  • Emad Buppy
  • January 31, 2014
  • Comments Off on রাবিতে ভিসির বাসভবনের সামনে থেকে হাতবোমা উদ্ধার
ru

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর ড. মিজান উদ্দীনের বাসভবনের সামনে থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে ভিসির বাসবভনের গেটের পূর্ব দিক থেকে হাতবোমাটি উদ্ধার করা হয়।

রাজশাহী মতিহার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শামসুর নূর বলেন, শুক্রবার সকালে ভিসির বাসবভনের সামনে থাকা হাতবোমার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের খবর দিলে আমরা সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে দেই। তবে কারা ভিসির বাসবভনের সামনে হাতবোমাটি রেখেছে তা জানা জানতে পারিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, শুক্রবার সকালে ভিসির বাসবভনের সামনে থাকা হাতবোমার ব্যাপারে পুলিশকে খবর দিলে পুলিশ এসে অবিস্ফোরিত  বোমাটি বোমাটি উদ্ধার করে।পরে তারা সেটি নিষ্ক্রিয় করে ফেলে।