দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ফাটলো ২০১৪ সালে

  • sahin rahman
  • January 31, 2014
  • Comments Off on দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ফাটলো ২০১৪ সালে
germany-bomb

germany-bombজার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার  ২৫০ কেজি ওজনের একটি অবিস্ফোরিত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বোমা বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার দেশটির কোলোগনি এলাকায় ইউনি-সেন্টারের কাছাকাছি একটি বহুতল ভবনের  নির্মাণ কাজে মাটি খননের সময় শ্রমিকদের চোখে পড়ে বোমাটি। এরপর তা পুলিশের কাছে হস্তান্তর করলে সন্ধ্যায় এটির বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেন বোমা বিশেষজ্ঞরা ।

জার্মান পুলিশের এক মুখপাত্র জানান, বিস্ফোরণে আগে  ওই এলাকার প্রায় ৩০০ মিটার এলাকা জুড়ে মোট ৫ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, ২৫০ কেজি (৫৫০ পাউন্ড) ওজনের বোমাটি অক্ষশক্তিকে ঘায়েল করতে মিত্রবাহিনী নিক্ষেপ করেছিল বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছয় দশক পরও স্থানীয় কর্তৃপক্ষ মনে করে এখনও জার্মান বা তার আশপাশে অন্তত আরও ৩ হাজার বোমা মাটিচাপা পড়ে আছে। নির্মাণের কাজে প্রায়ই এ ধরনের অবিস্ফোরিত বোমা কিংবা দ্রব্যাদি উদ্ধার করা হয়।

এর আগে চলতি মাসে উত্তর রাইন ওয়েস্টফালিয়া এলাকায় আরও একটি বোমা খুঁজে পান নির্মাণ শ্রমিকরা। কিন্তু সে সময়  বোমাটির হঠাৎ বিস্ফোরণে একজন নির্মাণ শ্রমিক নিহত হন।

এস রহমান/