জানুয়ারিতে ইউরো অঞ্চলে মুদ্রাস্ফীতি কমেছে

  • sahin rahman
  • January 31, 2014
  • Comments Off on জানুয়ারিতে ইউরো অঞ্চলে মুদ্রাস্ফীতি কমেছে
uro-inflatation

uro-inflatationজানুয়ারিতে ইউরো অঞ্চলে মুদ্রাস্ফীতির হার কমেছে ০ দশমিক ১০ শতাংশ। গত বছরে ডিসেম্বরে এই হার ছিল ০ দশমিক ৮০ শতাংশ। চলতি মাসে তা নেমে দাঁড়িয়েছে ০ দশমিক ৭০ শতাংশে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের বরাত দিয়ে শুক্রবার এই খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে মুদ্রাস্ফীতির হার এই মাসেই সবচেয়ে কমে চলে এসেছে। মুলত জ্বালানির দাম কমার কারণেই মুদ্রাস্ফীতির হার কমে এসেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ইউরোস্যাট জানিয়েছে, জানুয়ারিতে  ইউরো অঞ্চলে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে বলে এতোদিন ধরে আশংকা করছিলেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। এর আগে অক্টোবরেও মুদ্রাস্ফীতির হার ০ দশমিক ৭ শতাংশে নেমে এসেছিল। যা গত চার বছরের একটি রেকর্ড গড়েছিল বলে মনে করেন তারা। বিশেষজ্ঞরা বলছেন এবারও মুদ্রাস্ফীতি কমে সেই রেকর্ডে পৌঁছেছে।

এস রহমান/