
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন বলিউড সুপারস্টার সালমান খান। মামলার শুনানির জন্য বুধবার যোধপুর আদালতে যান তিনি। সকাল সাড়ে দশটা নাগাদ আদালতে হাজির হন সালমান। এদিন তার বক্তব্য নথিভুক্ত করা হয়।
এ সময় সালমান বলেন, ‘আমি হরিণ মারি নাই’।
পরে মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয় ১০ মার্চ। প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এদিন শুনানির সময় সালমানকে যোধপুর আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন।
১৯৯৮ সালে রাজস্হানে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে বলিউডি এ তারকার বিরুদ্ধে। এরই মধ্যে এই মামলায় ১৯৯৮ ও ২০০৭ সালে দুইবার যোধপুরে জেল খেটেছেন সালমান।
গত বছর রাজস্থান হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট সালমানের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৪৮ ধারা প্রয়োগ করা যাবে না বলে রায় দিয়েছিল। কিন্তু এরপরেই মার্চ মাসে তার বিরুদ্ধে ফের নতুন করে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় একটি অভিযোগ গঠন করা হয়।
অন্যদিকে, হিট অ্যান্ড রান মামলায় আদালত সালমানের আর্জি মেনে নেওয়ায়, বুধবার থেকে নতুন করে এই মামলার শুনানি শুরু হয়েছে।