অলিম্পিকের মুনাফা ৪২ শতাংশ বেড়েছে

olympic_Battery_Biscuite

olympic net profit increasedমুনাফায় প্রবৃদ্ধি ধরে রেখেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ  লিমিটেড। গত ৩১ িডসেম্বর সমাপ্ত হিসাব বছরের প্রথম অর্ধে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪১ দশমিক ৮১ শতাংশ।  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সময়ে কোম্পানিটি ৪০৩ কোটি টাকার পণ্য বিক্রি করেছে। আগের বছর একই সময়ে পণ্য বিক্রির পরিমাণ ছিল ৩৪৯ কোটি টাকা। এক বছর ব্যবধানে বিক্রি বেড়েছে ৫৪ কোটি টাকা বা ১৫ শতাংশ। বিভিন্ন ধরনের ব্যয় নিয়ন্ত্রণের কারণে এর চেয়ে অনেক বেশি হারে বেড়েছে নীট মুনাফা। গত ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কোম্পানি নীট মুনাফা করেছে ৪০ কোটি ৫৭ লাখ টাকা, যা আগের বছর ছিল ২৮ কোটি ৪১ লাখ টাকা। আগের বছরের তুলনায় নীট মুনাফা ১২ কোটি টাকা বেড়েছে।

তবে হিসাব বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কম হয়েছে। প্রথম প্রান্তিকে অলিম্পিকের নিট মুনাফা ছিল ১৮ কোটি ৫৫ লাখ টাকা।  পরের প্রান্তিকে প্রায় ১২ কোটি টাকা ৪৩ শতাংশ কম মুনাফা করেছে কোম্পানিটি।

দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়ায় ৩ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪৩ পয়সা (রিস্টেটেড)।