বাংলাদেশ গণতন্ত্র ও অর্থনীতির সঙ্কটেঃ মাহবুবুর রহমান

মাহবুবুর রহমান

মাহবুবুর রহমানবাংলাদেশ আজ বাংলাদেশ গণতন্ত্র ও অর্থনীতির সঙ্কটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা’ দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশ আজ চরম সঙ্কটের মুখে। এ সঙ্কট গণতন্ত্র ও অর্থনীতির সঙ্কট। যদি গণতন্ত্রকে আমরা রক্ষা করতে না পারি তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে। আর এর ফল ভোগ করতে হবে জনগণকে।’

‘আওয়ামী লীগ সরকার দলীয় সন্ত্রাসী ও আজ্ঞাবহ যৌথবাহিনী দিয়ে মানুষ হত্যা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের হাতে মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই। আছে শুধু আতঙ্ক আর মৃত্যুর ভয়।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতেয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্তিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ ।

এমআর