
টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ৪৯তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ দফার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি। কমিটি সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
ইজতেমা ময়দানে সরেজমিনে দেখা গেছে, ইজতেমার শেষ পর্বে অংশ নিতে এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মুসল্লি ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন। ময়দানে আগে থেকেই রয়েছেন ইজতেমায় অংশগ্রহণকারী বিদেশিরা।
শেষ পর্বের ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নেওয়া হয়েছে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জেলা পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে।
এছাড়া, ময়দানের বিভিন্ন প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারসহ চেকপোস্ট বসানো হয়েছে আগের পর্বের মতোই। ইজতেমা ময়দান এলাকার আকাশে র্যাবের হেলিকপ্টার টহল ও ময়দানে বোমাস্কোয়াড, গোয়েন্দা টিমসহ বিভিন্ন টিম প্রস্তুত রাখা হচ্ছে।
এমআর