মেট্রো স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ৩৩৬ শতাংশ

  • mukto rani
  • January 29, 2014
  • Comments Off on মেট্রো স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ৩৩৬ শতাংশ
Metro Spining

Metro Spiningবস্ত্র খাতের মেট্রো স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ৩৩৬ শতাংশ। কোম্পানির অর্ধ-বার্ষিকী (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে কোম্পানি মুনাফা করেছে ২ কোটি ৫১ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকসান করেছে ৪৮ পয়সা। কোম্পানি আগের বছর একই সময়ে মুনাফা করেছিলো ৫৭ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকসান করেছিলো ১১ পয়সা।

কোম্পানি গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা করেছে ১ কোটি ৩ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকসান করেছে ২০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৪ লাখ এবং ৫ পয়সা।

এমআরবি/