পাঁচ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ফেরি

ফেরিঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে।

কুয়াশা কমে যাওয়ায় সকাল ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।

মঙ্গলবার সাড়ে তিনটায় কুয়াশার কারণে কুমারি ফেরি মাঝ নদীতে নোঙ্গর কর রাখতে বাধ্য হয়।

উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ৯টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে আটকে পড়ে প্রায় চার শতাধিক যানবাহন। তীব্র শীতে অংসখ্য যাত্রী বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়ে।