এবারও লোকসান বেড়েছে মেঘনা কনডেন্সড মিল্কের

  • mukto rani
  • January 29, 2014
  • Comments Off on এবারও লোকসান বেড়েছে মেঘনা কনডেন্সড মিল্কের
Meghna Condensd Milk

Meghna Condensd Milkখাদ্য ও আনুষঙ্গিক খাতের মেঘনা কনডেন্সড মিল্কের এবারও লোকসান বেড়েছে। কোম্পানির অর্ধ-বার্ষিকী (জুলাই- ডিসেম্বর) অনিরীক্ষিক আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় এই প্রান্তিকেও লোকসান বেড়েছে । আগের প্রান্তিক অর্থাৎ প্রথম প্রান্তিকেও লোকসান বেড়েছিলো এই কোম্পানির। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে ৩ কোটি ৬৬ লাখ  টাকা। শেয়ার প্রতি লোকসান করেছে ২ টাকা ২৯ পয়সা। কোম্পানি আগের বছর একই সময়ে লোকসান করেছিলো ২ কোটি ৮৯ লাখ  টাকা এবং শেয়ার প্রতি লোকসান করেছিলো ১ টাকা ৮১ পয়সা।

গত তিন (অক্টোবর-ডিসেম্বর) মাসে কোম্পানিটি লোকসান করেছে ১ কোটি ৮২ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ১৪ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ১কোটি ৬২ লাখ  টাকা এবং  ১ টাকা ০১ পয়সা।

কোম্পানির হিসেবে সমাপ্ত বছরে পুঞ্জীভুত লোকসানের পরিমান ১০৪ কোটি ৪৭ লাখ টাকা।

উল্লেখ্য এই কোম্পানি গত তিন বছরে শেয়ারহোল্ডাদেরকে কোন লভ্যাংশ দেয়নি।

এমআরবি/