কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে চুরির ঘটনায় গ্রেপ্তার ১৬

  • Emad Buppy
  • January 27, 2014
  • Comments Off on কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে চুরির ঘটনায় গ্রেপ্তার ১৬

kishoreganjকিশোরগঞ্জে সোনালী ব্যাংকে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ব্যবস্থাপকসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ।

জানা যায়, এর আগে চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন ব্যাংকের ডিরেক্টর জেনারেল ম্যানেজার শেখ আমানুল্লাহ। এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে আট পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে পুলিশ বিভাগ।

উল্লেখ্য, গত শনিবার রাতে কিশোরগঞ্জ শহর সোনালী ব্যাংকের প্রধান শাখার পেছন দিক থেকে সুড়ঙ্গ করে ভোল্ট থেকে প্রায় ১৬ কোটি ৪০ লাখ টাকা নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। বিষয়টি রোববার দুপুরে ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে।