

আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়েই যশোর-১ এবং যশোর-২ আসনের প্রার্থী শেখ আফিল উদ্দিন এবং অ্যাডভোকেট মনিরুল ইসলামের শুনানি হয়নি বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর ১ ও ২ আসনের দুই প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম। কিন্তু তারা উচ্চ আদালতে রিট করায় গতকাল দুই প্রার্থীর পক্ষে হাইকোর্ট থেকে পৃথক দুটি চিঠি আসে।
সেখানে নবম জাতীয় সংসদের গেজেটে কেন তাদের অন্তর্ভূক্ত করা হবে না মর্মে কমিশনকে কারণ দর্শাতে বলা হয়েছে।
এরই প্রেক্ষিতে আমরা আমাদের আইনজীবিকে বলেছি, যেহেতু যশোরের সংশ্লিষ্ট এলাকা থেকে তথ্য সংগ্রহ করে জবাব দিতে হবে। সেহেতু যেন একটু বেশি সময় নেওয়া হয়।
আদালত সরাসরি মামলা দেখছে বলে আমরা তাদের এই মামলার কো্নো শুনানি করি নাই ।
তিনি আরও বলেন, এ দু’প্রার্থীর করা রিটের ভিত্তিতে আগামি ৫ ফেব্রুয়ারি হাইকোর্টে তাদের মামলার শুনানি রয়েছে।
কবির