সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • Emad Buppy
  • January 26, 2014
  • Comments Off on সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
national university

national universityজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামিকাল সোমবার প্রকাশিত হবে। আজ বিশবিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে তা প্রকাশ করা হয়েছে। সোমবার বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা মোবাইলে মেসেজ অপশনের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

মোবাইলে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU<Space>AT<Space>R ollN o লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। এছাড়াও রাত ৯টার পর থেকে জাতীয় বিশবিদ্যালয়ের ওয়েবসাইট

w w w .nu.edu.bd/ad m issions এর মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মোট ৫১৬টি অনার্স কলেজার অধীনে ৩০টি বিষয়ে ৪ লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।    এএস