রাজশাহীতে তালিকাভুক্ত ২ চরমপন্থী গ্রেপ্তার

rajshahi

rajshahiরাজশাহীর বাগমারায়ে অভিযান চালিয়ে পুলিশের খাতায় তালিকাভুক্ত দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ঝাড়গ্রামের ফছির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৩০) ও একই গ্রামের মেছের আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩২)।

শনিবার রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকিরুল ইসলাম সান্টুর মতবিনিময় সভাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে স্থানীয় ঝিকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের দাবি, গ্রেপ্তারকৃতরা তাদের দলীয় কর্মী, চরমপন্থী নন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হামিদ জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। তাদের বিরুদ্ধে চরমপন্থীদের সংগঠিত করাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক থাকার পর কিছুদিন আগে এলাকায় ফিরেছেন বলে তিনি জানান।

সাকি/