
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মিলখা’ময় হয়ে উঠেছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা অভিনেতা সহ মোট ছয়টি বিভাগে ভারতের অস্কার জিতে নিয়েছে ভারতীয় কিংবদন্তি মিলখা সিংয়ের জীবন নিয়ে তৈরি ‘ভাগ মিলখা ভাগ’। খবর ইন্ডিয়া টুডের।
শুক্রবার রাতে যশ রাজ ফিল্ম স্টুডিওতে বসেছিল আইডিয়া ফিল্ম ফেয়ারের ৫৯ তম আসর।
আগে থেকেই কল্পনা করা হচ্ছিল এবার বেশ কয়েকটি বিভাগে পুরস্কার জিতে নিতে পারে ফারহান আক্তার অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’। কিন্তু আরেক কিংবদন্তি নাসির উদ্দীন শাহ ফারহানকে নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠলে পুরস্কার ফসকে যাওয়ার আশংকা তৈরি হয়। শেষ পর্যন্ত সেলুলয়েড মিলখাকে নিরাশ করেননি বিচারকরা।
২০১৩ সালের সেরা ছবি ছাড়াও এই ছবির কলাকুশলীদের মধ্যে সেরা পরিচালক হিসেবে রাকেশ ওম প্রকাশ মেহেরা এবং সেরা অভিনেতা হিসেবে ফারহান আক্তার পুরস্কার জিতেছেন ওই রাতে। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন গঁলিয়ো কি রাসলীলা রামলীলার দীপিকা পাড়ুকোন।
এছাড়াও সেরা কস্টিউম ডিজাইন, সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা গান বিভাগে পুরস্কার জিতেছে ‘ভাগ মিলখা ভাগ’।