
হিসাব বছরের প্রথম ছয় মাসে বেঙ্গল উইন্ডসরের মুনাফা বেড়েছে ১০ শতাংশ। কোম্পানির অর্ধ-বার্ষিক (জুলাই- ডিসেম্বর) প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়।
আলোচিত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে মিলিয়ে কোম্পানিটি মুনাফা করেছে ৯ কোটি ৪৮ লাখ টাকা। শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১ টাকা ২৫ পয়সা। কোম্পানি আগের বছর একই সময়ে মুনাফা করেছিল ৮ কোটি ৫৩ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ১ টাকা ১৩ পয়সা।
তবে সর্বশেষ প্রান্তিকে কোম্পানির ব্যাপকভাবে কমেছে। গত তিন মাসে কোম্পানিটি মুনাফা করেছে ৯১ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৫ কোটি ৪৫ লাখ টাকা। ইপিএস ৭২ পয়সা থেকে কমে হয় ১২ পয়সা।
এমআরবি/