বিশ্বের ৬৩ শতাংশ শ্রমজীবী কর্মস্থলে সুখী নন : গ্যালপ

  • sahin rahman
  • January 25, 2014
  • Comments Off on বিশ্বের ৬৩ শতাংশ শ্রমজীবী কর্মস্থলে সুখী নন : গ্যালপ
world-workers-unhappy

world-workers-unhappyবিশ্বের ৬৩ শতাংশ শ্রমজীবী মানুষই তাদের কাজে সুখী নন। এদের মধ্যে ২৪ শতাংশই সরাসরিভাবে নিজেদের কাজে নিয়োজিত করতে চান না। সম্প্রতি  ১৮ কোটি  শ্রমিকের ওপর গবেষণা চালিয়ে গ্যালপ-এর পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর গলফ নিউজের।

খবরে বলা হয়, শুধু আরব, মধ্যপ্রাচ্যে কিংবা আফ্রিকা অঞ্চলের মানুষ নয়, বিশ্বব্যাপী শ্রমিকদের ৬৩ শতাংশ মানুষই তাদের কাজকে ভালোবাসে না। এমন কি এদের ২৪ শতাংশ নিজেদেরকে নিয়োজিত করতে চান না কাজে।

এতে আরও বলা হয়, গত বছরে বিশ্বের মোট ১২ অঞ্চলের বিভিন্ন কর্মস্থলে নিয়োজিত মোট ১৮ কোটি শ্রমিকের ওপর গবেষণা চালায় গ্যালপ। এতে দেখা যায়, প্রায় ১২ কোটির মতো শ্রমিক জোর করে নিজেদেরকে কাজে নিয়োজিত রাখে। আর অন্যরা সরাসরিভাবেই কাজকে পছন্দ করেন না।

জরিপ চালানো অঞ্চলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র,কানাডা,অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড,পশ্চিম ইউরোপ,দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য,উত্তর আফ্রিকা, সাব-সাহারাভূক্ত আফ্রিকা এবং পূর্ব-এশিয়া।

এস রহমান/