
জুলুম-অত্যাচার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ও জগন্নাথপুর ইউনিয়নের সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে আ.লীগই সাম্প্রদায়িকতার সৃষ্টি করছে। আ.লীগের সন্ত্রাসীরা শান্তিপ্রিয় জনগণের হাত পা কেটে দিচ্ছে। সরকার, পুলিশ আর র্যাব দিয়ে জনগণের ওপর অত্যাচার করছে।
মির্জা ফখরুল গড়েয়া-গোপালপুরে নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি কর্মী আবু হানিফের পরিবারের সদস্যদের শান্তনা দেন ও হানিফের শিশু কন্যার ভরণ পোষণের দায়িত্ব নেন। এ সময় বিএনপির জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।