ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু

ijtema

ijtemaটঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জনে। তবে মৃত ব্যক্তিদের কোনো পরিচয় পাওয়া যায় নি। মরহুম ব্যক্তিদের জিম্মাদার মোহাম্মদ আদম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়স ও শীতের কারণে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা আব্দুল আজিজ। ইবাদতে মশগুল রয়েছেন ইজতেমায় আসা লাখো মুসল্লি। চলছে নামাজ, জিকির-আজকার।

টঙ্গী সরকারি হাসপাতালের ইজতেমার বিশেষ স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক জানান, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১০৩ জন মুসল্লিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তবে বেশির ভাগ রোগীই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত বলে তিনি জানান। তাছাড়া ২২ জন মুসল্লি হাসপাতালে ভর্তি আছেন।

উল্লেখ্য, ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেএফ