ইজতেমায় আতর ও টুপি বিক্রিতে ভাটা

Tupi Ator

Tupi-Atorতসবি টুপি আতর বিক্রিতে ভাটা লেগেছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমা মাঠের ব্যবসা করতে আসা আতর- তসবি ব্যবসায়ীরা।

বিশ্ব ইজতেমার আতর ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা এ কথা বলেন।

ব্যবসায়ী মো. আবুল হোসেন অর্থসূচককে বলেন, আতর টুপির বেচা-বিক্রি কম। মানুষের হাতে টাকা পয়সা না থাকায় তারা কেনা-কাটা করতে পারছেন না।

তিনি বলেন, এবারের ইজতেমায় গতবারের চেয়ে লোকও কম হয়েছে। তার প্রভাবেও বেচা-বিক্রি কম।

টুপি ক্রেতা আশিকুর রহমান বলেন, টুপির দাম একটু বেশি বলে মনে। গত বছর যে টুপি কিনেছি ৪০ টাকায় তা এবার চাচ্ছে ৭০ টাকা এভাবে সব জিনিসের দাম একটু বেশি।

আরেক ক্রেতা মো. রাশেদুল ইসলাম বলেন, আগের চেয়ে টুপির দামতো অনেক বেশি ১৩০ টাকার টুপি দেখছি ১৮০ টাকা, ৬ টাকার জালি ১০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।

আরেক ক্রেতা মো. সালমান রহমান বলেন, এখানে মেসওয়াকের দাম বেশি নেওয়া হচ্ছে। ১০ টাকার মেসওয়াক ২০ টাকা রাখা হয়।

টুপি- আতরের দামও বেশি। তার ওপর আবার আতর মেসওয়াকের মান খুব একটা ভাল নয় বলেও জানান তিনি।

দর-দামঃ

৩৩ দানা থেকে ১ হাজার দানার তসবি ১০ থেকে ৩০০ টাকা, টুপি ১০ টাকা থেকে ১৮০ টাকা, হাজী রুমাল ১৬০ থেকে ৩০০ টাকা, জায়নাজ ৫৫০ টাকা থেকে ১২০০ টাকা, সুরমা ৫০ টাকা থেকে ১২০ টাকা, মেসওয়াক ১০ টাকা ৪০ টাকা, আতর ২০ টাকা ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসএস/সাকি