
চট্টগ্রামের টেকনাফ উপজেলা থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কোস্টগার্ড টেকনাফের সাবরং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার সমুদ্র মোহনায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্বার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, উদ্ধারকৃতরা রংপুর, যশোর ও দিনাজপুরের বাসিন্দা।
কোস্টগার্ডের টেকনাফ স্টেষনের কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্বারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ থানায় স্থানন্তর করা হবে বলে জানান তিনি।