২০৩৫ সালের মধ্যে বিশ্বে কোনো দরিদ্র থাকবে না: বিল গেটস

  • sahin rahman
  • January 23, 2014
  • Comments Off on ২০৩৫ সালের মধ্যে বিশ্বে কোনো দরিদ্র থাকবে না: বিল গেটস
billgates

billgates২০৩৫ সালের মধ্যে বিশ্বে কোনো দরিদ্র মানুষ থাকবে না বলে দাবি করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস। সম্প্রতি প্রকাশিত গেটস ফাউন্ডেশনের বার্ষিক একটি চিঠিতে তিনি এই পূর্বাভাস দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে বিশ্বের অনেক ‘উন্নয়নশীল’ দেশ  ‘উন্নত’ দেশে পরিণত হয়েছে। গরিব দেশগুলোও আর বেশিদিন ‘গরিব’ থাকবে না। অচিরেই এ দেশগুলো ‌‌‘মধ্যম’ শ্রেণীর দেশে পরিণত হবে।

তিনি জানান, আমি ভবিষ্যতবাণী করতে চাই, ২০৩৫ সাল নাগাদ এই পৃথিবীতে প্রায় কোনো দেশই আর গরিব থাকবে না।  আমার বিশ্বাস প্রতিটি গরিব দেশই তুলনামূলকভাবে ধনী প্রতিবেশীদের কাছ থেকে শিখবে, নতুন টিকা, নতুন বীজ উদ্ভাবন থেকে উপকৃত হবে এবং বিশ্বজুড়ে ঘটে চলা ডিজিটাল বিপ্লবের সুবিধা পাবে।

মানুষের আয়ু বেড়েছে, জীবন হয়েছে সুস্থ। গত ২৫ বছরে চরম দরিদ্র মানুষের সংখ্যা কমে অর্ধেক হয়েছে। শিশুমৃত্যু কমে এসেছে। যেসব দেশ সাহায্যের ওপর নির্ভর করে চলত এখন তাদের অনেকেই স্বনির্ভর বলে জানান তিনি।

এস রহমান/